সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের তিনকর্মী আহত হন।
তারা হলেন- আখতার, পাবেল ও আবুল হাসান। এদের মধ্যে আখতার ও আবুল হাসানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী এমসি কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়।
অপরদিকে, জয়নাল আবেদীন ডায়মন্ড ও তার সহযোগীরা অবস্থান নেয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী টিলাগড় পয়েন্টে।
এনিয়ে উত্তেজনা দেখা দিলে এমসি কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার দিকে ডায়মন্ডের নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আকতার হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ ৩২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
প্রসঙ্গত, গত বছর আধিপত্য বিস্তার নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বিবদমান এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন