রাজধানীর গুলশানে প্রেমিকের ছুরিকাঘাতে লিমা (২০) নামে এক তরুণীর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
গুলশান থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গত বছরের ৩১ ডিসেম্বর দুপুরে গুলশান ২ নম্বর এলাকায় একটি বিউটি পার্লারে ডিউটিরত অবস্থায় ছিলেন লিমা। এসময় প্রেমিক আরমান পার্লারের ভেতরে ঢুকে লিমাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন