রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে একটি বিলাসবহুল পাজেরো গাড়ি থেকেদুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ৩,৮৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান সেই দুই মাদক বিক্রেতার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিলাসবহুল পাজেরো গাড়ি থেকে তিন হাজার ৮৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের গাড়িটিও জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর