গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে ওই এলাকার মৃত খোকন মিয়ার বসতবাড়িতে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুরের বরমী বাসস্ট্যান্ড এলাকায় মৃত খোকন মিয়ার টিনশেডের বাসায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বাসা বাড়ির দু’টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম