খুলনায় বিএনপি’র কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৩ নেতাকর্মী। আটক হয়েছে বিএনপি ও যুবদলের ৩ কর্মী। পরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার সকাল সোয়া ১১টায় নগরীর খুলনা থানার সামনে এসব ঘটনা ঘটে।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিনটিকে স্মরণ রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও কালো পতাকা মিছিল করে খুলনা বিএনপি। মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি অফিসের দিকে মিছিল আসতে থাকলেও কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে। এতে বিএনপি’র মহিলা সদস্যসহ আহত হয় কমপক্ষে ১৩ জন। পুলিশ মিছিল থেকে বিএনপি কর্মী মো. আসাদ, যুবদল কর্মী মেহেদী হাসান ও রুহুলকে আটক করে।
এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার পর দুপুর ১২টা থেকে পুনরায় বিএনপি অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশ শেষে কালো পতাকা মিছিল বের করতে গেলে পুলিশ আবারও থানার মোড় এলাকায় তাদের আটকে দেয়।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ