৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ ও দশম জাতীয় সংসদ নির্বাচনের ৪ বছর পূর্তিতে সাভারে বিভিন্ন কর্মসূচী পালন করেছে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মোটর শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।
এসময় বর্ণাঢ্য র্যালিসহ সমাবেশস্থলে উপস্থিত হন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া যুবলীগের সদস্য কুসুম মোল্ল্যা, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন রানাসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন