রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় যুবক রাসেলের (২৩) মৃত্যু হয়েছে। সাদ্দাম মার্কেট তিন রাস্তার মোড় এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের মিলন মিয়ার ছেলে। নিহত রাসেল সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন। টাইলস শ্রমিকের কাজ করতেন তিনি।
নিহত রাসেলের এক আত্মীয় জানান, দুর্ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/আরাফাত