সিলেটে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে জেলার ওসমানীনগর থানার খন্দকারবাজারের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওসমানীনগর উপজেলার খাগদিওর গ্রামের সুরুজ আলীর ছেলে জাকির হোসেন (৩০), একই গ্রামের দুলু মিয়ার ছেলে হারুন আহমেদ (২২), মৃত সুরুজ উল্লাহের ছেলে সেবুল মিয়া (২৬) ও মৃত সুরুজ আলীর ছেলে সাজু আহমেদ (১৮)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, আটকদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া বিরোধী আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৮/আরাফাত