বরিশালে মানববন্ধন এবং স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ)।
সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেডিকেল টেকনোলজিস্ট মো. ওবায়দুর রহমান মাসুম, সহ-সভাপতি নাজমুল হাসান ফরহাদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব সিকদার এবং ছাত্র ফেডারেশন বরিশাল শাখার আহ্বায়ক নবীন আহম্মেদ প্রমুখ।
বক্তারা ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করে মেডিকেল টেকনোলজি কোর্সকে পূর্বের ন্যায় ৪ বছরে উন্নীত করা, মেডিকেল টেকনোলজিস্টদের স্থগিতকৃত নিয়োগ প্রদান, কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত মানহীন মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ করা, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে প্রকৃত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিসমূহে ফার্মাসিস্ট নিয়োগ, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ এবং সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতনের দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রীর কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা