সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ডাকে রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তারা বলেন, প্রবীণ ফটো সাংবাদিক আতার উপর হামলার দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে প্রমাণিত হয় পুলিশের সাথে মামলার আসামিদের সখ্যতা রয়েছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সাংবাদিক নেতারা।
সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সময় টিভি’র ব্যুরো প্রধান ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।
প্রসঙ্গত, গেলো ২১ ডিসেম্বর নগরীর মাছিমপুরে একটি শিশুকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের দৃশ্য দেখে তিনি সন্ত্রাসীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তার উপর এবং তার বাসায় হামলা চালায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন