খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র্যাব। ভ্রাম্যমাণ আদালতে এদের মধ্যে ৯ জনকে কারাদণ্ড ও ৪ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে অভিযান চালিয়ে এসব দালালদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে দালাল চক্রটি হাসপাতালে আগত রোগীদের ভালো চিকিৎসার নামে পাশের ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতো। সেখানে পরীক্ষা-নীরিক্ষার কথা বলে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হতো।
আটককৃতরা হচ্ছে-সকিনা বেগম (৫০), খোদেজা (৩৫), শওকত হোসেন (২৬), শেখ আব্দুল্লাহ (৫৫), ডলি (৩০), বিলকিস বেগম (৩৫), লাইলি (৩০), সোনিয়া (২৬), স্বপ্না (২৬), সরোয়ার হোসেন (৪০), মোসা. ফাতেমা (৩৬), নুরুন্নাহার (৩৪) ও আতিয়ার (৩৮)। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম ভ্রাম্যমাণ আদালতে দালালদের শাস্তি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন