সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যাকাণ্ডের প্রতিবাদে মুরারি চাঁদ (এমসি) কলেজ ও সিলেট সরকারি কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ। ছাত্র ধর্মঘটের কারণে সোমবার সকালে কলেজ দুইটিতে কোন ধরণের ক্লাস অনুষ্ঠিত হয়নি। উদ্ভুত পরিস্থিতিতে এমসি কলেজের স্নাতক প্রথম বর্ষের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া তানিমের খুনিদের গ্রেফতারের দাবিতে টিলাগড়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
রবিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের হামলায় খুন হন তানিম খান নামের এক ছাত্রলীগ কর্মী। সে সিলেট সরকারি কলেজের স্নাতকের ছাত্র এবং জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিত সরকার অনুসারী ছাত্রলীগ কর্মী।
এই হত্যাকান্ডের জন্য তানিমের সহকর্মীরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারি জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের গ্রুপের নেতাকর্মীদের দায়ি করছেন। তাদের অভিযোগ রায়হানের নেতৃত্বাধীন গ্রুপের ডায়মন্ড, সাদিকুর রহমান আজলাসহ কয়েকজন ক্যাডার হামলা চালিয়ে ছুরিকাঘাত করে তানিমকে খুন করেছে।
এদিকে, হত্যাকান্ডের পর থেকে টিলাগড় পয়েন্ট এবং পার্শ্ববর্তী এমসি কলেজ ও সরকারি কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে সকালে ছাত্রলীগ ওই দুই কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আজকের স্নাতক পরীক্ষা স্থগিত করে ক্যাম্পাসে নোটিশ টানায় এমসি কলেজ কর্তৃপক্ষ।
এছাড়া, হত্যাকান্ডের প্রতিবাদে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সকালে তারা টিলাগড়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল