হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২৪টি স্বর্ণের বারসহ জান্নাতুল ফেরদৌস (২৩) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই নারীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, আটক নারী স্বর্ণের বারগুলো তার অন্তর্বাসে লুকিয়ে আনেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা তাকে নজরদারিতে রাখে এবং অভ্যন্তরীণ (ডোমেস্টিক) টার্মিনালে অবতরণের পর তার দেহ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।
২ কেজি ৭৮৫ গ্রাম ওজনের স্বর্ণগুেলোর বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা বলেও জানান মহাপরিচালক ড. মইনুল খান।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব