চট্টগ্রামের খুলশী টাউন স্কোয়ার কমপ্লেক্সের মেলায় মোবাইল ফোন চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত চোরচক্রের প্রধানসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের মধ্যে চক্রটির প্রধানের নাম পাওয়া গেছে। তার নাম আবদুল্লাহ আল মামুন ওরফে ঘাড় বাঁকা মামুন।
মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি (তদন্ত) পরিদর্শক মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ জানুয়ারি খুলশীর ওই মার্কেটে মেলা চলাকালে বেশ কয়েকটি স্টল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের ১০২টি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পরদিন খুলশী থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা। সেই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চোরচক্রটির প্রধানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
পুলিশ কর্মকর্তা মুহিবুর রহমান আরো জানান, চক্রটির সদস্যরা খুবই দুর্ধর্ষ ও কৌশলী। বিভিন্ন মেলা ছাড়াও জনবহুল মার্কেটসহ দোকানকে টার্গেট করে চুরির কৌশল সাজায় তারা। এ বিষয়ে বুধবার দুপুর ১২টায় খুলশী থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর