রাজধানীর গুলিস্তান এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৬) এক যুবক নিহত হয়েছেন। আজ বিকেল এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
পল্টন থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজ রুবেল জানান, একটি যাত্রীবাহী বাস ওই যুবককে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার