ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ও সমাজকান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য আফসানা রহমান ইভাকে লাঞ্চিত করাসহ গভীর রাতে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এ ঘটনায় জড়িত ছাত্রলীগ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
জেলা ছাত্রফ্রন্টের সভাপতি শন্তু মিত্রের সভাপতিত্বে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল মহানগর সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, এইচএম ইমন, হাসিবুর রহমান, মো. মামুন ও জহুরা রেখা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্রলীগ সারাদেশে ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুসিত করছে। আওয়ামী লীগ ছাত্র রাজনীতিকে হাতিয়ার বানিয়েছে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রলীগ ও পুলিশকে ব্যবহার করে দেশের সাধারণ মানুষকে ভয়ভীতির মধ্যে জিম্মি করে রেখেছে। ছাত্রলীগের কথা না শুনলে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে থাকতে পারছেন না। বক্তারা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপরাজনীতি বন্ধের দাবি জানান।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল