রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ বিদ্যুতের খুঁটিতে জোরে শব্দ হওয়ার সাথে সাথে আগুন পুরো খুঁটিতে ছড়িয়ে পড়ে। পরে পানির পাইপ ও অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল