ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ ফরম বিক্রি চলবে। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আগামী ১৬ জানুয়ারি আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রার্থি চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাম বলেন, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দুই জন মনোনয়ন কিনেছেন। এরা হলেন রাসেল আশিকি ও আদম তমিজি হক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন