বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ বাসভবনে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দীন আহমদ গত বছরের ৩০শে ডিসেম্বর পেটব্যথা ও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ডা. এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে কেবিন ব্লকের ৬১১নং কেবিনে ভর্তি হয়েছিলেন।
বিচারপতি সাহাবুদ্দীনের শ্বাসকষ্ট সমস্যা ছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস হৃদরোগ, কানের সমস্যা, পারকিনসন্সসহ বার্ধক্যের কারণে বিভিন্ন সমস্যা রয়েছে। বর্তমানে তার শ্বাসকষ্ট সমস্যাসহ শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ জানান, সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দীন আহমদ পেটে প্রচণ্ড ব্যথা, শারীরিক দুর্বলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কানের সমস্যাসহ বার্ধক্যের কারণে বিভিন্ন রোগে ভুগছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি আগের তুলনায় ভালো আছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন