রাজধানীর উত্তরায় আজ বিকালে বাসের ধাক্কায় ফিরোজ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। ফিরোজ রংপুর পীরগঞ্জ উপজেলার আমতপুর গ্রামের আবু তাহেরের ছেলে। ফিরোজ পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি গাজীপুরে থাকতেন।
জানা যায়, উত্তরার আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে বাসের ধাক্কায় আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকালে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার