সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত র্যাব-৯ এর মেজর নূর আলমের তত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী। এসময় ৩০ জন জুয়াড়িকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার শরিফ উদ্দিন, জুবেল মিয়া ও তোফায়েল আহমেদ, বিশ্বনাথের রামদানা গ্রামের জুয়েল মিয়া ও আব্দুস শহীদ, আজমিরিগঞ্জের জুম্মাহাটির শাকিল মিয়া ও আঙ্গুর আলম, শাহপরাণ আল মদিনা আবাসিক এলাকার কামরুল ইসলাম, ঘাসিটুলা মজুমদারপাড়া এলাকার আব্দুল মোতালিব, নবীগঞ্জের সৈয়দাবাদ গ্রামের নূরুল হক, চুনারুঘাটের কালিকাপুর গ্রামের সবুজ মিয়া, কুমিল্লার কোতয়ালী থানার শালধর গ্রামের ইমন হোসেন, নগরীর পশ্চিম পীরমহল্লার আলমগীর আহমদ, জল্লারপাড়ের ইমরান হোসেন, তাহের মিয়া ও হাবিব, দিরাই মধুপুর গ্রামের সারোয়ার আহমদ, নগরীর খুলিয়াপাড়ার সুমন মিয়া, তালতলা এলাকার মিলন মিয়া, মাছিমপুরের ইকবাল হোসেন, ঘাসিটুলার জয়নাল আবেদীন, দলইপাড়ার আল আমিন মিয়া, জালালাবাদ থানাধীন টগরপাড়ার বাবর মিয়া, ছড়ারপাড়ের আলিম উদ্দিন, লাখাইয়ের সাতাটব গ্রামের রুবেল মিয়া, হবিগঞ্জ সদরের আটলপাড়ার শের আলী, তোপখানার রাশেদ মিয়া, বরইকান্দির মিনহাজ-উর রহমান, সদরখলার আমজাদ হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন