একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শনিবার বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম-এর ঢাকাস্থ বাসভবনে গ্রহণ করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপ্রত্যাশীদের উপস্থিত থাকতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব ইকবাল সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ গত ৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন। এরপর জাতীয় ঐক্যফ্রন্টের সব দল বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করার ঘোষণা দেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন