বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ্ বাড়ি এলাকায় সরকারি দুগ্ধ খামারের কর্মচারী দুলাল সিকদারের হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী।
এ সময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী রহিমা বেগম, ভাই বেলাল সিকদার, ভাতিজা জুনায়েদ এবং দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত বৃস্পতিবার সন্ধ্যায় দরগাহ্ বাড়ি এলাকায় প্রতিবেশীদের হামলায় নিহত হন সরকারি দুগ্ধ খামার কর্মচারী দুলাল সিকদার। নিহত দুলাল সিকদার ওই এলাকার মৃত রাজ্জাক সিকদারের ছেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন