বরিশাল নগরীর দক্ষিণ রূপাতলীর হাওলাদার বাড়ি সড়কে অভিযান চালিয়ে তুহিন রানা বাবু (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা এবং ৫১ হাজার টাকা জব্দ করা হয়। শনিবার দুপুর দেড়টার দিকে রানাকে আটক করা হয়। আটক রানা ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের ফারুক আলমের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রানাকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন