গণফোরামে যোগ দিয়েছেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। তবে একই অনুষ্ঠানে সাবেক মন্ত্রী একে খন্দকারের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনের পরে এসে তিনি যোগ দেন।
সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, একে খন্দকারের যোগদানের বিষয়টি আমরা অফিসিয়ালি কাউকে জানাইনি। এটা মিডিয়া কোথা থেকে নিউজ করেছে জানি না।
সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন