নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার বিকল্প নেই।
সোমবার ঢাকায় বিএমএ অডিটরিয়ামে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
একাদশ জাতীয় নির্বাচনে সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় ছিল বলে বিগত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, শ্রমিক নেতা সাহাবুদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ বিএম সুলতান আহমেদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম