রাজধানীর তেজগাঁও এলাকার বুলেট গ্রুপের প্রধান মেহেদী হাসান সৈকত ওরফে বুলেটকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি শর্টগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাহাদত হোসেন সোমা’র নেতৃত্বে একটি দল তাদের গত বৃহষ্পতিবার রাতে তেজগাও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বুলেটের অন্য সহযোগী হলো মো. রুবেল (২৫)। শুক্রবার তাদের জিজ্ঞাবাদের জন্য আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ডিবি সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই এই গ্রুপের সদস্যরা কন্ট্রাক্ট কিলার হিসেবে কাজ করছে। প্রভাবশালী রাজনৈতিক দলের নেতার শেল্টারে থাকার কারনে বুলেটের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের আচরণ ছিলো রহস্যজনক। তেজগাঁও, কাওরানবাজার এলাকার ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের হোতা বুলেট।
ডিবি কর্মকর্তা সোমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন থানায় বুলেটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা অনেকদিন ধরেই তাকে খুঁজছিলাম। আশা করছি রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত