ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবির আহমেদ খান।
শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও এ নির্বাচনে নতুন সহ-সভাপতি হয়েছেন খোন্দকার কাওছার হোসেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আব্দুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বিএম নূর আলম বাদল, মাকসুদুল হাসান, মোহাম্মদ নইমুদ্দিন, রাশেদুল হক ও শাহাবুদ্দিন মাহতাব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন