ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেছেন, জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে, একথা বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে বিএনপি। তারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধে ফাঁসিতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের সন্তানদের দলীয় মনোনয়ন দিয়েছে। ওরা দেশের মানুষকে অপমান করেছে। আগামী নির্বাচনে যুব সমাজ বিএনপিকে প্রত্যাখ্যান করবে।
আজ বিকালে কাকরাইলে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইসমাইল চৌধুরী সম্রাট আরো বলেন, দেশের যুব সমাজ আজকে অনেক সচেতন। রক্তের বিনিময়ে কেনা স্বাধীন বাংলায় আর কখনো স্বাধীনতা বিরোধী এবং তাদের আদর্শ লালন-পালনকারীদের ক্ষমতায় বসাবে না। আগামীতে দেশের উন্নয়ন, অগ্রগতি ধরে রাখতে নৌকায় ভোট দেবে। আর যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ প্রতিটি আসনে কেন্দ্র ভিত্তিক কাজ করে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল