রাজধানীর বিমানবন্দর এলাকায় তাবলীগ জামাতের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে করে মহাখালী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলীগের দু'গ্রুপের মধ্যে অনেক দিন থেকেই বিরোধ চলছিলো।
ইজতেমার মাঠ বর্তমানে মাওলানা সাদ গ্রুপের দখলে। অন্য গ্রুপের লোকজনকে মারধর করে বের করে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন