‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাউন কম্পাউন্ডে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়।
পরে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে ডা. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল আকতার। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. যতীন চন্দ্র রায়, ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, ডা. দেলোয়ার হোসেন, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন মেডিকেল অফিসার ডা. মুবিন।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল