রাজধানীর চকবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অহেদুল ইসলাম (২৪) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের কামালবাগে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থাকা অহিদুল গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৮/সালাহউদ্দিন