বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার সকাল ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকায় হামলায় আহত রূপনকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রূপন জানান, সকালে তিনি নগরীর কালুশাহ সড়কের নিজ বাসা থেকে ২৬ নম্বর ওয়ার্ডে তার মাছের ঘেরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিজিরা এলাকা অতিক্রমকালে ছাত্রলীগ নামধারী কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা তাকে নানা ধরনের হুমকি দিয়ে বেদম মারধর তরে। হামলায় রূপম ও তার বন্ধু রুবেল গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় মামলা করার কথা জানান রূপন।
এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাউকে পায়নি বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার