রাজধানীর শাহ আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশনের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সেই মোতাবেক তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে কারাগারে প্রেরণ করেন।
এর আগে, আটকের চার দিন পর রাজধানীর শাহ আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশনকে সোমবার আদালতে হাজির করা হয়।
জানা যায়, শাহ আলী থানা পুলিশ হুমায়ুন কবির রওশনের বিরুদ্ধে ৫৬টি মামলা ও ১৮টি চার্জশিটের ওয়ারেন্টে ৫ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, হুমায়ুন কবির রওশন এর আগে অবিভক্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের নেতা এহসানুল হক আপেল জানান, হুমায়ুন কবির রওশনকে বৃহস্পতিবার সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম