ভিকারুননিসার ঘটনায় গভর্নিং বডির পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সদস্য হলেন, বডির সদস্য আতাউর রহমান, তিন্না খুরশিদ জাহান ও শিক্ষক ফেরদৌসী জাহান।
আজ সকালে গণমাধ্যমের সামনে কথা বলেন ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।
তিনি বলেন, গতকাল কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করা হয়নি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগও আসেনি এ ঘটনায়। আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত কমিটি করেছি। প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস পরীক্ষা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন