আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ওই শ্রমিক কলোনীর ১৪টি কক্ষ, সামনে থাকা একটি দোকান এবং ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার তাজপুর এলাকার তমিজ উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে শ্রমিক কলোনীটির ১৪ কক্ষ এবং একটি দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু ততক্ষণে ওই শ্রমিক কলোনির ১৪টি কক্ষ এবং একটি দোকান ও ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল