ক্লাস-পরীক্ষাসহ ভিকারুননিসার সব শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
ভিকারুননিসার শিক্ষক প্রতিনিধি মোস্তারি সুলতানা বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। পুনরায় কার্যক্রম চালু করার আগে মেসেজ দিয়ে জানানো হবে।
তিনি আরও বলেন, ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমার হাতেও আছে। ছাত্রী বা তার বাবার অধ্যক্ষের পায়ে ধরার কোনো দৃশ্য তাতে নেই।
বিডি প্রতিদিন/কালাম