রাজধানীর বাংলামোটরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতে সন্দেহ তার মাদকাসক্ত বাবা নুরুজ্জামান কাজলকে (৩৫) আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোরে বাংলামোটরের ১৬ লিংক রোডের একটি বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরে শিশুটির দাফনের তোড়জোর শুরু করার মধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনস্থালে উপস্থিত হয়। এ সময় আত্মীয়-স্বজন ও পুলিশসহ বাইরের মানুষদের প্রবেশে বাধা দেন ওই শিশুর বাবা নুরুজ্জামান কাজল। এটা নিয়ে বেশ কিছুক্ষণ সেখানে উত্তেজনা বিরাজ করার পর ৫ ঘণ্টা পর পুলিশ নুরুজ্জামান কাজলকে আটক করতে সক্ষম হন।
অভিযুক্ত নুরুজ্জামানকে আটকের আগে তার ভাই উজ্জ্বল উপস্থিত সাংবাদিকদের জানান, বাংলামোটরের এ বাসায় দুই শিশুসন্তান সাফায়েত ও সুরায়েতকে নিয়ে থাকেন তার ভাই। তবে অনেক দিন ধরে মাদকাসক্ত থাকায় তার দুই স্ত্রীর কেউ তার সঙ্গে থাকেন না। এদিন ভোরে ঘরের ভেতর সাফায়েতকে খুন করে সুরায়েতকে তার বাবা জিম্মি করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৮/মাহবুব