রাজশাহীতে শহীদ রফিকুল ইসলাম দুলাল দিবস পালন করা হয়েছে। বুধবার শোকর্যালি এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে শহীদ দুলালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোকর্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৯০ দশকের ছাত্রনেতা ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী লিকু, রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু।
উল্লেখ্য, তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন শহীদ রফিকুল ইসলাম দুলাল।
বিডি প্রতিদিন/কালাম