রাজধানীর পল্লবীতে একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে সুজন (১৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পল্লবী সেকশন ১০, ব্লক-এ, রোড ৪, বাড়ি নম্বর ৬’র একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পল্লবীর একটি নির্মাণাধীন ভবনে কাজ করতো সুজন মিয়া। ওই ভবনের সাততলার বাথরুমের দরজা ভেঙ্গে গলায় ফাঁস অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি, চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়না-তদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৮/আরাফাত