আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারুণ্যের ভোট উৎসব শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার গুলশানের হোটেল লেকশোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোলটেবিল বৈঠকের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটি সম্পাদক নঈম নিজাম।
তিনি বলেন, বাংলাদেশের তারুণ্য আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন দেশের পার্লামেন্টেও জায়গা করে নিয়ে বাংলাদেশের মর্যাদা উঁচুতে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব