বিএনপির সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভূঁইয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
হাইকোর্টে একটি মামলায় হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় শনিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। এরপর ডিবি কার্যালয় ঘুরে তাকে কুমিল্লায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৮/মাহবুব