রাজধানীর ওয়ারীতে সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে জয়কালী মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইব্রাহিম (২৮)। তিনি ভোলা সদর উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। ইব্রাহিম রাজধানীর কারওয়ান বাজার এলাকার একটি কোম্পানিতে নিরাপত্তা কর্মীর চাকরি করতেন।
জানা গেছে, রাতে জয়কালী মন্দির রোডে সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় ইব্রাহিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কালাম