রাজশাহী মহানগরীর রানীবাজার হাফেজিয়া মাদ্রাসার টয়লেট থেকে বুধবার দিনগত রাতে ঝুলন্ত অবস্থায় তালহা জুবায়ের (১৩) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জুবায়ের রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার আফসার আলীর ছেলে। সে চলতি বছরের ২৪ জুন এই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে, রাতে মহানগরীর রানীবাজার হাফেজিয়া মাদ্রাসার একটি টয়লেটের ভেতরে রশিতে ঝুলন্ত জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারপরও মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ ব্যাপারে অপমৃত্যুর (ইউডি) মামলা হবে
বিডি প্রতিদিন/ ওয়াসিফ