রাজধানীর কদমতলী রায়েরবাগে জিয়া সরণি রোডে ট্রাকচাপায় বাশার (৩২) ও হারুন অর রশিদ (৪০) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৬টায় এ দুঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
গুরুতর আহত অবস্থায় বাশারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
ক্ষতিগ্রস্ত ওই ট্রাকের চালক হাবিব জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন। এ সময় পিছন থেকে আরেকটি দ্রুত গতির ট্রাক রাস্তার পাশে থেমে থাকা ইট বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন। এর মধ্যে হারুন ঘটনাস্থলেই এবং বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি এম এ জলিল জানান, ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছে। ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব