বরিশাল নগরীতে শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মাসব্যাপী কর্মসূচীর উদ্ধোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
তিনি ভেকুয়াম ক্লিনার দিয়ে ড্রেনের বর্জ্য অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন। এর আগে মেয়রের নেতৃত্বে একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সিটি মেয়র ছাড়াও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ এবং সাংস্কৃতিক সংগঠক কাজল ঘোষ ও বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল বাশার।
উদ্ধোধনী অনুষ্ঠানের আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে তাদের এলাকার শোভাযাত্রা অশ্বিনী কুমার হলের সামনে পৌঁছে। নগরীর ৩০টি ওয়ার্ডে মাসব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছে সিটি করপোরেশন সূত্র।
বরিশাল নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মাসব্যাপী এই কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার