একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোনো নির্দেশনা দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান। এছাড়া ডিএমপি নিউজ পোর্টালেও এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করা হয়।
তবে রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বৃহস্পতিবার সন্ধ্যার পরই বাসা ছাড়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে এমন তথ্য বিকালে সামাজিক যোগাযোগমাধ্যসহ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়। সূত্র : ডিএমপি নিউজ
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/আরাফাত