নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসা থেকে মুক্তা আক্তার (২৫) নামে ৩ মাসের অন্তঃস্বত্বা এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী কাউছার আহম্মেদ (৩০) পলাতক রয়েছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তার স্বামী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে।
শুক্রবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ ধনকুন্ডা এলাকার আব্দুল হাকিমের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মুক্তা আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে আদমজী ইপিজেডের প্রোগ্রেস অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিল বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, এক মাস আগে স্বামী স্ত্রী দুইজনে ধনকুন্ডা এলাকার আব্দুল হাকিমের বাড়ি একটি রুম ভাড়া নিয়ে এখানে বসবাস শুরু করে। ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বামী কাউছার আহম্মেদ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি আরো জানান, স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল