রাজধানীর রামপুরা ওয়াবদা রোডে প্রাইভেট কারের ধাক্কায় হাফসা হাসান (০৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে ওয়াবদা রোডের পারহাউসের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় শিশুটির মৃত্যু হয়।
জানা যায়, বিকেলে বাচ্চাদের সঙ্গে পারহাউসের ভেতরের মাঠে খেলছিল হাফসা। তখন দৌড়াদৌড়ি করে খেলার সময় মাঠের পাশের একটি ছোট রাস্তায় চলে গেলে একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু হাফসার মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/হিমেল