রাজধানীর মাতুয়াইল এলাকায় বসতবাড়িতে আগুনের ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা হলো পলাশ (১২) ও তুষার (৭)।
এ ঘটনায় দ্গ্ধ হয়েছে তাদের বাবা ইকবাল হোসেনকে (৫৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ঘর থেকে পলাশ ও তুষারের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, দুই রুমের একটি টিনশেড ঘরে রাতে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত।
বিডি প্রতিদিন/কালাম